আজ সভ্যতা আমায় করেছে অন্ধ,
তবু পাই আমি তাজা রক্তের গন্ধ-
ভবিষ্যত্ হোক না মোর যতই ধোঁয়াশা,
মেটে না প্রবল এই জীবনপিপাসা!
স্পর্শকাতর নয় এই মন-
বহু তীর ছুঁয়ে চলে যায়;
ক্ষতবিক্ষত প্রতিটা ক্ষণ
তবু বারবার মনকে কাঁদায়!
তবু পাই আমি তাজা রক্তের গন্ধ-
ভবিষ্যত্ হোক না মোর যতই ধোঁয়াশা,
মেটে না প্রবল এই জীবনপিপাসা!
স্পর্শকাতর নয় এই মন-
বহু তীর ছুঁয়ে চলে যায়;
ক্ষতবিক্ষত প্রতিটা ক্ষণ
তবু বারবার মনকে কাঁদায়!
No comments:
Post a Comment