সমাজের জাঁতাকলে
পিষ্ট যে হয়ে চলে
হাজার হাজার তরুণ প্রাণ।
অচেনার ভীড় ঠেলে
অজানার দেখা মেলে;
তবু হৃদয়ের অলিগলি শুনশান।
ভস্ম হয়ে যাওয়া শুকনো পাতার মত
ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরো ওড়ে যত;
আজ আঁধার ঘনিয়ে আসে চোখের সামনে।
যন্ত্রণা হয়ে ওঠে আততায়ী-
সুখের দুনিয়া কবে হবে স্থায়ী?
চলতে হবে না আর কোনো বাঁধা মেনে?
জানি অধিকাংশই বড় শান্তিকামী,
তবু বিদ্রোহ ঘোষণা করে যাই আজ আমি!
পিষ্ট যে হয়ে চলে
হাজার হাজার তরুণ প্রাণ।
অচেনার ভীড় ঠেলে
অজানার দেখা মেলে;
তবু হৃদয়ের অলিগলি শুনশান।
ভস্ম হয়ে যাওয়া শুকনো পাতার মত
ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরো ওড়ে যত;
আজ আঁধার ঘনিয়ে আসে চোখের সামনে।
যন্ত্রণা হয়ে ওঠে আততায়ী-
সুখের দুনিয়া কবে হবে স্থায়ী?
চলতে হবে না আর কোনো বাঁধা মেনে?
জানি অধিকাংশই বড় শান্তিকামী,
তবু বিদ্রোহ ঘোষণা করে যাই আজ আমি!
translation please...
ReplyDelete