Sunday 22 September 2013

Bangla Kobita - 4

ভ্রষ্ট চেতনার ভীড়ে, 
নৃশংসতার নীড়ে,
বন্ধু হেঁটো সাবধানে- 
বিবেকের তত্বাবধানে। 

ঝলসে যাওয়া যত সুখ 
বেদনায় হয়েছে মূক; 
ভেঙ্গে যায় বুক 
তবু কেন বুজে মুখ?

শোকার্ত পাগলা হাওয়া 
বাদলকে করে চলে ধাওয়া; 
জীবন জুড়ে শুধু চাওয়া 
আর হতাশাদায়ক না-পাওয়া।

অপরিপূর্ণতা সাথী নিত্যদিন,
সংসারসুখ তবু রয় অমলিন;
বাইরের রূপটা তো সর্বদা সুশীল-
জ্বলছে সংগ্রামের আগুন অন্ত:শীল!  

No comments:

Post a Comment