Friday 9 August 2013

Bangla Kobita - 2

আমি এক ছন্নছাড়া,
জীবনের বাঁধনহারা;
অনিয়মই নিয়ম আমার-
কথা নেই কোথাও থামার!

দুর্বল হয়েছে শরীর কদাচিত-
আক্রমণ করেছে মোরে জরা;
শুকিয়েছে ভাবনার জলাশয়,
মনেতে দেখা দিয়েছে খরা।

তবু প্রতিবারই সুপ্ত শক্তির জাগরণে 
পলাতক হয়েছে সে জরা;
আর সৃজনশীলতার বাঁধভাঙ্গা উচ্ছাস 
নিশ্চিহ্ন করেছে সে খরা।  

হয়েছে যখনই চিত্ত ম্রিয়মাণ,
নতুন সুরে গেয়ে উঠেছে প্রাণ!   

No comments:

Post a Comment